Tuesday, September 7, 2010

"গম্ভীরা"

"গম্ভীরা"
শ্রী কাশি মিশ্রালয় শ্রী শ্রী রাধা রাধাকান্ত মঠ
শ্রী শ্রী রাধা রাধাকান্তের প্রথম সেবায়েত শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু
বর্তমান সেবায়েত:- শ্রীল ধ্যান চন্দ্র দাস গোস্বামী মহারাজ
মঠাধক্ষ্য:- শ্রীল কৃষ্ণ গোপাল দাস
গম্ভীরা কক্ষে শ্রী বিগ্রহ:- গম্ভীরা মধ্যে শ্রীমন মহাপ্রভূর আলেখ্য সহ তাঁর ব্যবহৃত শ্রী মৃদঙ্গ, খরম, কমন্ডুলু এবং শচীমাতা প্রেরিত মহাপ্রভুর ব্যবহৃত কাঁথা
শ্রী শ্রী রাধা রাধাকান্ত এর কক্ষে:- শ্রীমন মহাপ্রভু সেবিত ললিতা ও তুঙ্গবিদ্যা সহ শ্রী শ্রী রাধা রাধাকান্ত ছাড়াও পরবর্তী কালে প্রতিষ্ঠিত শ্রী জগন্নাথ দেব ও মহালক্ষ্মী, শ্রী শ্রী গৌর-নিত্যানন্দ এবং শ্রী গোপাল গুরু গোস্বামীর শিষ্য ধ্যানচাঁদ গোস্বামী কর্তৃক তাঁর গুরুদেবের আদেশানুসারে প্রতিষ্ঠিত ও সেবিত বৃন্দাবনের বংশীবটের শাখা দ্বারা নির্মিত শ্রী শ্রী গোপাল গুরু গোস্বামীর শ্রী বিগ্রহ|
দর্শনীয়:- গম্ভীরা কক্ষে মহ্প্রাভুর ব্যবহৃত সামগ্রী এবং গম্ভীরার পার্শ্বে লাগোয়া কক্ষে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর সময় বর্তমান সময় হইতে পর্যন্ত অখন্ড প্রজ্বলিত ঘৃত দ্বীপ.
অতিথিশালা ও প্রসাদ:- ৩০টি ঘর, দক্ষিনা ১০০টাকা হইতে ২০০টাকা, প্রসাদের জন্য দুপুরে ৩০টাকা, সময় দুপুর ১২টা (সকাল ৯টার পূর্বে জানাতে হবে) ও রাত্রে ২৫ টাকা , সময় রাত্রি ৮:৩০(বিকাল ৫টার পূর্বে জানাতে হবে)
যোগাযোগ:- শ্রীল কৃষ্ণ গোপাল দাস
দূরাভাস:- +৯১৬৭৫২২৩২৪০৩ এবং +৯১৯৪৩৭২০৩৮৬২
ই-মেইল:- krushna_g@yahoo.com
ওয়েবসাইট:- www.gaura-gambhira.com

এই মঠের কিছু দর্শনীয় স্থানের ছবি = http://photo-puri.blogspot.com/2010/11/gambhira.html

বালিসাহী, পুরী, পোস্টালকোড:- ৭৫২০০১, ওরিষা, ভারত

No comments:

Post a Comment