Tuesday, September 7, 2010

"শ্রী শ্রী সিদ্ববকুল মঠ"


"শ্রী শ্রী সিদ্ববকুল মঠ"
শ্রীল মাধবেন্দ্র পুরী পাদের স্ব-হস্তে রোপিত শ্রী শ্রী জগন্নাথ দেবের দন্ত-ধাবনের বকুল কাঠি হইতে সৃষ্ঠ বকুল গাছ
শ্রীল হরিদাস ঠাকুরের ভজনস্থলি
শ্রী বিগ্রহ:- শ্রী শ্রী ষড়ভূজ মহাপ্রভু-শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু-শ্রীল অদ্বৈত আচার্য্য প্রভূ, শ্রী শ্রী রাধা-মাধব, শ্রী শ্রী বলদেব-শ্রীমতী সুভদ্রা দেবী- শ্রী শ্রী জগন্নাথ দেব এবং শ্রী সুদর্শন চক্র, শ্রী শ্রী নৃসিংহ দেব ভগবান, এবং নিজ ভজন কুঠিরে শ্রীল হরিদাস ঠাকুর.
দর্শনীয়:- শ্রী শ্রী সিদ্ববকুল বৃক্ষ এবং শ্রীল হরিদাস ঠাকুরের ভজন কুঠীর.
বর্তমান সেবায়েত:- মহন্ত শ্রীল শ্রীনিবাস দাস বাবাজী মহারাজ.
অতিথিশালা ও প্রসাদ:- অতিথিশালা নাই, প্রসাদ দুপুর ১২ তে এবং রাতে ৮:৩০ এ, প্রসাদ এর জন্য ২০ টাকা করিয়া প্রতি বেলায়, দুপুরের প্রসাদ পাবার জন্য সকল ৯ টা এবং রাতে প্রসাদের জন্য বিকাল ৫ টার মধ্যে জানাতে হবে.
ফোন:- +৯১৯৪৩৮১৮২০৩৫

এই মঠের কিছু দর্শনীয় স্থানের ছবি =

http://photo-puri.blogspot.com/2010/11/sri-sri-sidhwa-bakul-math.html

বালিসাহী, পুরি, ওরিষা, পোস্টাল কোডনম্বর:৭৫২০০১, ভারত

No comments:

Post a Comment